একে অপরের সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়াতেই প্রেম কমতে শুরু করে। একসময় তা মস্তিষ্ক থেকে দূরে চলে যায়। তাই লং ডিসস্ট্যান্স রিলেশনশিপে থাকা বহু মানুষ করোনাকালে ব্রেকআপ (Breakup) করে ফেলছেন। তবে এভাবে ব্রেকআপ করে নেওয়া কোনও সমস্যার সমাধান নয়। সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে আপনি এই কয়েকটি নিয়ম মেনে চলুন।
একবার ভাবুন
যেই মানুষটি আপনার থেকে দূরে রয়েছেন, ছেড়ে রয়েছেন নিজের আপন শহর- তাঁর কথাটাও ভেবে দেখুন। সে তো সবকিছু ছেড়ে বহু দূরে রয়েছেন। তাঁরও সমস্যা হচ্ছে। তাই আপনি নিজেদের সম্পর্কটিকে (Relationship Tips) নিয়ে ভেবে দেখুন। একটু কথা বলুন। দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে।
একে অপরের ভুল ধরতে বসবেন না
ভুল সকলেরই হয়। আর সেই ভুলকে সঙ্গী করেই সকলকে এগিয়ে যেতে হয়। এক্ষেত্রে এখনই ফোনে বা ভিডিও কলে একে অপরকে দোষারোপ করতে শুরু করবেন না। শুধু এইটুকু করতে পারলেই দেখবেন, সমস্যা অনেকটাই কমেছে।
নিজেদের পুরনো ভালোবাসার কথা বলুন
অসুবিধে হচ্ছে বুঝলাম। তবে সেই সমস্যার সমাধানও রয়েছে আপনারই হাতে। এক্ষেত্রে সমস্যা মেটাতে চাইলে নিজেদের ভালোবাসার প্রথম সময়ের কথা মনে করুন। একবার নিজেদের মধ্যে সেই আনন্দের দিনগুলির কথা ভাবতে শুরু করুন। দেখবেন সমস্যা অনেকটাই দূর হচ্ছে। আপনারা আবারও ভালো থাকতে শুরু করেছেন।
ধৈর্য ধরুন
এতটা সহজে হার মানা চলবে না। ধৈর্য ধরুন। নিজেদেরকে আরও সময় দিন। এখনই সম্পর্ক ভেঙে ফেলার প্রয়োজন নেই। বরং একসঙ্গে দেখা হওয়ার পরই না হয় কোনও সিদ্ধান্ত নেবেন। ততদিন একটু ধৈর্য রাখুন। যতটা সম্ভব সম্পর্ক ভালো করার প্রয়াস চালিয়ে যান।