বিয়ে (Wedding) হল মস্ত বড় একটি ব্যবস্থা। এই ব্যবস্থায় একটি সম্পর্ক পায় পূর্ণতা। তবে ভারতে কেবল দুটি মানুষের বিয়ে হয় না। বিয়ে হয় দুটি পরিবারের। এখনও পর্যন্ত ভারতে সাধারণত বিয়ের পর একজন মহিলা স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন । সেই মহিলাকে নতুন পরিবারের মানুষগুলির সঙ্গে একাত্ম হয়ে যেতে হয়। তারপরই তাঁরা ভালো থাকতে পারেন।
- আপনি নতুন গিয়েছেন সেই বাড়িতে। এবার কোনও আত্মীয়ের বাচ্চা সেই বাড়িতে তখন উপস্থিত থাকলে তাকে আদর করুন। ভালোবাসুন বেশি করে। এই বিষয়টি দেখার পর আপনার প্রতি সকলের ভালোবাসা বাড়বে। কারণ তাঁরা ভাবতে শুরু করবেন, আগামীদিনে আপনি নিজের বাচ্চাকেও এতটাই সুখে রাখবেন।
- আপনি অফিসের উঁচুতলার কর্মী হতে পারেন। তবে বাড়িকে ম্যানেজ করতে গেলে কিছুটা সময় এখানেও ব্যয় করুন। বাড়ির কাজ করতে হবে। এই কাজের মাধ্যমেই আপনার সব সমস্যার হবে সমাধান। তাই চিন্তা নেই।
- আপনার কোনও মানুষের সঙ্গে সমস্যা থাকতেই পারে। তবে সেক্ষেত্রেও কোনওদিনও আপনি সেই কথা প্রথমেই স্বামীর কানে তুলতে যাবেন না। আপনার স্বামী এই বিষয়টিকে ভালো চোখে নাও দেখতে পারেন। তাই সবার প্রথমে নিজেই সমস্যা মেটানোর চেষ্টা করুন। কারণ আপনার সমস্যা মেটাতে হবে আপনাকেই। তাই আর চিন্তা নয়।