বিশেষজ্ঞরা বলছেন, বহু মানুষই দেখা গিয়েছে বিয়ের পর প্রথম একসঙ্গে থাকার দিন (First Night) বেশ সমস্যায় পড়েন। তাঁরা বুঝতেই পারেন না, কী ভাবে নিজের জীবনসঙ্গীর সঙ্গে প্রথম রাত কাটিয়ে দেবেন! তবে আজ থেকে আর চিন্তা করবেন না। নিজেকে শুধু প্রস্তুত করে রাখুন। টিপস দিচ্ছি আমরা।
১. স্বস্তিদায়ক জামকাপড় পরুন
এই রাতে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। তবে এই রাতে আর খুব ভালো জামাকাপড় পরতে যাবেন না। কারণ ভালো জামা কাপড় আপনাকে অস্থির করে তুলবে। আপনার ওই জমাকাপড়ে অস্বস্থি হবে। তাই প্রথমে ছেড়ে দিন এই জামাকাপড়। পরুন একেবারে সাধারণ জামা-কাপড়। যেই জামাকাপড়ে স্বস্তি পাবেন, তেমনই পরুন।
২. কথা বলতে হবে
শারীরিক ঘনিষ্ঠতা শুরু হবে ধীরে ধীরে। তার আগে নিজেদের মধ্যে কথা বলুন। এক্ষেত্রে প্রথমদিনের লজ্জা কাটাতে সঙ্গীর পাশেই শুয়ে পড়ুন। তারপর শুরু করে দিন কথা। কথার মাধ্যমেই একে অপরের মধ্যে বন্ডিং ভালো হবে। তারপর সহজে নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানো যাবে। তাই প্রথমেই খুব বেশি চেষ্টা করতে যাবেন না।
৩. পরিবারের কথা মাথায় রাখুন
প্রথম রাত। এই রাতে এক্সাইটমেন্ট থাকবে তুঙ্গে। তবে মনে রাখবেন, এখন কিন্তু আশপাশে অনেক মানুষ রয়েছেন, যাঁরা এই অবস্থার ফায়দা তুলতে চাইবে। এক্ষেত্রে কোনওভাবেই এক্সাইটেমেন্টের ফাঁদে পড়ে এমন কিছু করে বসবেন না যা দুই পক্ষকেই সমস্যায় ফেলে। তাই একটু সচেতন থাকুন। একটু সময় দিন নিজেদের। আর নিজেদের এক্সাইটমেন্ট একটু ধরে রেখে শারীরিক ঘনিষ্ঠতায় যান। এর মাধ্যমে সকলেরই মঙ্গল হবে। তাই আর চিন্ত নয়।