AOL Desk : পুরুষ কিংবা মহিলা এখনকার দিনে কম বেশি সকলেরই মাথার চুলের একটা সমস্যা থেকেই যায়। আগেকার দিনে একটা বয়সের পরেই চুল ওঠার সমস্যা দেখা দিলেও এখন যে কোনও বয়সের ছেলেমেয়েদেরই এই সমস্যা আছে। বিশেষ করে যারা নিজেদের মাথা সর্বদা ঢেকে রাখেন তাদের এই সমস্যা থাকাটা স্বাভাবিক। তাই আপনাদের জন্য রইল কিছু ঘরোয়া টিপস যেগুলি দিয়ে আপনি সহজেই রোধ করতে পারবেন চুল ওঠার সমস্যা।
১. গরম করা অলিভ ওয়েলের সাথে ২ চামচ মধু ও ১ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে একটি মল্ট তৈরি করে চুলের গোড়ায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
২. জলের সঙ্গে ২টি জবাফুল দিয়ে ফোটান। ফোটানো হয়ে গেলে মিশ্রণটিকে ঠাণ্ডা করতে দিন। পরে মিশ্রণটির সাথে লেবুর রস মিশিয়ে ভালো করে ছেঁকে নিন। ভালো করে মাথা ধোয়ার পর মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন ফল পাবেন হাতে নাতে।
৩. তিন গ্লাস জলে ১০-১২ টি নিমপাতা দিয়ে ফোটান। পরে মিশ্রণটি ঠাণ্ডা করে করে চুলের গোড়ায় লাগান।