হয়তো আপনি রয়েছেন কোনও একটি বিশেষ কাজে, কিংবা রয়েছেন এমন কোনও জায়গায় যেখানে টয়লেট নেই। এই অবস্থায় টয়লেট চেপে রাখেতই হয়। যদিও অনেকে আবার কোনও কারণ ছাড়াই প্রস্রাব ধরে রাখেন। তাঁরা কোনও মতে প্রস্রাব করতে চান না। প্রস্রাবের বেগ যখন খুব পায় তখনই এই মানুষগুলি টয়লেট সারেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এভাবে প্রস্রাব ধরে রাখতে শুরু করলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। সেক্ষেত্রে শরীর খারাপ হওয়াও সম্ভব। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে।
হার্ভার্ড মেনস হেলথের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়, মানুষের ব্লাডার হল খুবই শক্তপোক্ত একটি অঙ্গ। এই অঙ্গটি (Organ) খুব সহজে নষ্ট নয়। এমনকী আপনি প্রস্রাব ধরে রাখেন বলে এই অঙ্গটি ফেটে যেতে পারে, এই ভাবনাও ভুল। তবে এক্ষেত্রে প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে রাখতে শুরু করলে ব্লাডারে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়া একটা অস্বস্তি সবসময় গ্রাস করে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ব্লাডার ফেটে যাওয়া বা লিক করে যাওয়ার ঘটনা বিরল ক্ষেত্রে ঘটে। ব্লাডার ফেটে যাওয়ার পিছনে থাকতে পারে মোটামুটি এই কয়েকটি কারণে-
- খুব বড় কোনও দুর্ঘটনা।
- সার্জারি করতে হয়েছে।
- ব্লাডারে হয়েছে টিউমার (Tumor)।
- রেডিয়েশনের (Radiation) কারণে ব্লাডার (Bladder) দুর্বল হয়েছে ইত্যাদি।