হিন্দু নববর্ষ বা বিক্রম সম্বৎ ২০৭৯ শুরু হল আজ, অর্থাৎ ২ এপ্রিল। পঞ্চাঙ্গ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় হিন্দু নববর্ষ। এ বছরের রাজা শনি ও মন্ত্রী বৃহস্পতি। এই চৈত্র নবরাত্রিতে নল নামক সম্বৎসরে ঘোড়ায় চেপে দুর্গার আগমন ঘটবে। এই হিন্দু নববর্ষ রেবতী নক্ষত্র ও তিনটি রাজযোগে শুরু হবে। জ্যোতিষে একে শুভ মনে করা হচ্ছে। এ ছাড়াও এপ্রিল মাসে ৯টি গ্রহ রাশি পরিবর্তন করবে।
হিন্দু নববর্ষের প্রথম মাসেই কয়েকটি জিনিস খেয়াল রাখলে গোটা বছর আপনার ভাল কাটে। ঘরে থাকে সুখ-শান্তি।
গুড়- চৈত্র মাসে গুড়় খেতে নেই। গুড়ের তৈরি যে কোনও খাবার থেকে দূরে থাকুন।
বাসি খাবার – প্রথম মাসে বাসি খাবার খেতে নেই। এতে দারিদ্র্য সঙ্গী হয়। বিগড়ে যায় স্বাস্থ্যও।
মাংস ও মদ থেকে এই একটা মাস দূরে থাকুন। যতটা বেশি পারেন নিরামিষ আহার করুন। রাতে তাড়াতাড়ি শুয়ে সকালে তাড়াতাড়ি উঠুন।
রোজ সকালে উঠে ৪-৫টি নিম পাতা খান। এটা স্বাস্থ্যের জন্যও উপকারি।
এই এক মাস ফল বেশি করে খান। সবজি খাওয়া কমিয়ে দিন।
ছোলা স্বাস্থ্যের জন্য উপকারি। প্রথম মাসে ছোলা বেশি করে খান। বেশি করে জল খান। শরীর হাইড্রেট থাকবে।
কালো বা নীল রঙের পোশাক পরবেন না এই এক মাস।
এই একটা মাস চামড়ার জুতো বা পার্স ব্যবহার থেকে বিরত থাকুন।
রোজ সকালে ভগবান সূর্যের আরাধনা করুন। গোটা মাস সূর্যকে জল অর্পণ করুন। এতে আপনার রাগ কমবে। সেই নাম-যশ হবে। বাড়বে আপনার প্রতিপত্তি।
এই এক মাস মা লক্ষ্মীকে লাল গোলাপ বা গোলাপ জল দিয়ে প্রতিদিন পুজো করুন। সারা বছর আপনার অর্থ ও সৌভাগ্য আসবে।