AOL Desk : আপনি বাজার করতে গেলে কেনার লিস্টে কিছু থাকুক আর নাই থাকুক নুন থাকবেই? কারণ যতই মশলা দিয়ে রান্না করা হোক না কেন খাবারে যদি নুন না থাকে তাহলে পুরোটাই মাটি হয়ে যায়। শুধু খাবারের স্বাদ বাড়াতে নয় নুনের মধ্যে থাকা সোডিয়াম বহু উপকারি দেয় আমাদের।
প্রতিদিন শ্যাম্পু করার সময় ২-৩ চামচ নুন মিশিয়ে নিন শ্যাম্পুর সঙ্গে ফল পাবেন হাতে নাতে। যদি আপনি ত্বকের সমস্যায় ভোগেন তাহলেও নুন ব্যবহার করতে পারেন। তেলের সঙ্গে ২-৩ চামচ নুন মিশিয়ে, মিশ্রণটি দিয়ে ভালো করে ম্যাসাজ করুন ফল পাবেন।
শুধু ত্বক বা চুলই নয় দাঁতের যন্ত্রণা হলে নুন খুবই উপকারী, নুন দিয়ে দাঁত মাজলে বা নুন জল দিয়ে কুলকুচি করলে ফল পাবেন। মাথার যন্ত্রণাতেও নুন ওষুধের মত কাজ করে। এক গ্লাস জলে নুন দিয়ে খেলে ফল পাবেন ১৫ মিনিটের মধ্যে।