AOL Desk : এমন অনেক জিনিসই পৃথিবীতে আছে যেগুলি রান্নার পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধ হিসাবেও ব্যাবহার করা হয়। রসুনের কথাই ধরে নিন, খাবারে স্বাদ বাড়াতে এর জুরি মেলা ভার। অনেকের তো আবার গার্লিক চিকেন ফেভারিট। কিন্তু জানেন কি এক কোয়া রসুন দূর করতে পারে অনেক সমস্যা?
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে এক কোয়া করে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও রক্ত ও ধমনী পরিষ্কার রাখতে রসুন খুবই উপকারী। কিন্তু একটি সর্বভারতীয় পত্রিকায় প্রকাশ হওয়া খবর থেকে জানা যাচ্ছে যে শুধু খেয়ে নয় রসুনের কোয়া বালিশের তলায় রেখে দিলেও পেতে পারেন সুফল।
রাতে বালিশের তলায় এক কোয়া রসুন রেখে ঘুমালে হতাশার মত সমস্যা থেকে প্রতিকার পেতে পারেন। এছাড়াও এই টোটকা অনিদ্রা ও বাতের ব্যাথার ক্ষেত্রেও সুফল দেয়।