AOL Desk : নিমপাতার যে অনেক গুণ আছে তা সকলেরই জানা। গ্রামের দিকে নিমের দাঁতন দিয়ে দাঁত মাঝতেও দেখা যায় অনেককে, কিন্তু জানেন কি একাধিক রোগের টোটকা হিসাবে নিমপাতাকে ব্যাবহার করা যেতে পারে? সেগুলি কি কি আসুন জেনে নিই
১. ডায়াবেটিস ও পেটের সমস্যা থাকলে নিয়মিত নিমপাতা খান, উপকার পাবেন।
২. মুখে কালো ছোপ বা ব্রণ হলে নিমপাতা বেটে লাগিয়ে নিন।
৩. খুশকির সমস্যা কম বেশি সকলের আছে, নিমপাতা খুশকি দূর করতেও সাহায্য করে। নিমপাতা সিদ্ধ করার পর পাতা গুলি তুলে জলটা রেখে দিন, তারপর মাথায় শ্যাম্পু করে রেখে দেওয়া জলটা দিয়ে মাথা ধুলেই চলে যাবে খুশকি।
৪. কানের ভিতর চুলকলে নিমপাতার রস ও মধু্র মিশ্রণ ৩-৪ ফোঁটা দিন।
৫. কোনো জায়গা কেটে গেলে নিমপাতা বাটা লাগিয়ে দিন এতে ইনফেকশন হবে না।
৬. ত্বকের কোনো সমস্যা থাকলে কাটা হলুদের সাথে নিমপাতা মিশিয়ে লাগান ফল পাবেন।