আগামী এপ্রিল মাসে মেষ রাশিতে গোচর করবে বৃহস্পতি। বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের ফলে গঠিত হবে গজলক্ষ্মী রাজ যোগ। জ্যোতিষে এটি অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। ১২ রাশির জাতকদের উপরেই এর শুভ ফল লক্ষ্য করা যাবে । তবে তিনটি রাশি বিশেষ ভাবে গজলক্ষ্মী যোগের প্রভাবে লাভবান হবে। ৩০ বছর পর এই তিন রাশির জাতকরা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। এর ফলে প্রচুর আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে এদের।
মেষ রাশি: এই গোচর থেকে ভালো সময় শুরু হবে মেষ রাশির জাতকদের জীবনে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভালো চাকরি পেয়ে যেতে পারেন। অফিসে আপনার কাজ দারুণ প্রশংসা পাবে। পড়াশোনাতেও ভালো করবে ছাত্র-ছাত্রীরা। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে।
ধনু রাশি: ধনু রাশির ছকের পঞ্চম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি। সন্তানের দিক থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সময় মা লক্ষ্মীর কৃপায় আপনার সন্তান দারুণ উন্নতি করবে। ব্যবসায়ীদের সামনে প্রচুর উন্নতি করার যোগ আসবে। অফিসে বেতন বৃদ্ধির সঙ্গে পদোন্নতিও হতে পারে।
মিথুন রাশি: বৃহস্পতির গোচরের প্রভাবে প্রচুর আয় বাড়বে আপনার। আয়ের নতুন পথ খুঁজে পাবেন আপনি। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে মিথুনের জাতকদের। দাম্পত্য জীবনে সুখ থাকবে। অফিসে সিনিয়রও জুনিয়র, উভয়েরই সমর্থন ও সাহায্য পাবেন। এই সময় সাহসও বাড়বে আপনার।