বাস্তু মত বলতে শুধু ঘরের দিক নির্দেশ নয়। দেওয়াল চিত্র (Painting) থেকে বাগানের ফুল, সবই এর মধ্যে পড়ে। বাস্তু মত মেনে চললে যেমন সংসারের সকল সুখ-শান্তি বজায় থাকে, তেমনই উন্নতি ঘরে। বাস্তু (Vastu) মতে যেমন আর্থিক অভাব দূর করা সম্ভব, তেমনই খাদ্যাভাবও দূর হবে। তাই বাড়িতে খাদ্যাভাব (Shortage of Food) দূর করতে চাইলে বিশেষ টোটকা মেনে রান্না ঘর সাজান। দেখবেন কখনও সংসারে খাদ্যাভাব দেখা দেবে না।
অধিকংশ সময় আমরা নিজেদের ভুলে বাস্তুদোষ (Vatsu Dosh) তৈরি করে ফেলি। যেমন না জেনে মুখোশ কিংবা এমন ছবি লাগাই যা বাস্তুদোষ তৈরি করে। এমনকী রান্না ঘরে রাতে নোরা বাসন ফেলে রাখি। এতে নেগেটিভ পাওয়ারের (Negative Power) জন্ম হয়। যা সকল উন্নতিতে বাধা দেয়। সঙ্গে রান্না ঘরে অনেকেই ছবি লাগায়। ভুল ছবি লাগালে খাবারের অভাব দেখা যায়।
বাস্তু শাস্ত্র মতে, রান্না ঘরের রং হবে সোনালি (Golden) বা সাদা (White)। রান্না ঘরে অগ্নিদেবতা বাস করেন। তেমনই থাকেন মা লক্ষ্মী। তাই রান্না ঘর সজ্জায় বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস্তু শাস্ত্র (Vatu Shastra) মতে, রান্না ঘরে সাদা ও সোনালি রঙের ছবি টাঙান। এই রঙের ছবি লাগালে বাস্তুদোষ হবে না। সঙ্গে খাবারের অভাব কোনও দিনও দেখা দেবে না। সাদা ও সোনালী রং রান্না ঘরের সকল বাস্তুদোষ দূর করে।
এছাড়াও, রান্না ঘরের বাস্তু দূর করতে মেনে চলুন, কয়টি টিপস। বাস্তুশাস্ত্র মতে, রান্না ঘরে জল সম্পর্কিত জিনিসগুলি উত্তর (North) বা উত্তর-পূর্ব (Northeast)দিকে রাখুন। যেমন, ওয়াটার পিউরিফায়ার (Water purifier), ওয়াটার ফিল্টার (water filter) এমনকী জল ভর্তি বালতিও এই দিকে রাখতে পারেন। এতে সংসারে সুখ বজায়। উত্তর বা উত্তর-পূর্ব দিক জল সম্পর্কিত জিনিস রাখার জন্য শুভ। আর আগুন সম্পর্কিত জিনিসগুলি দক্ষিণ (South) বা দক্ষিণ-পূর্ব (South East) দিকে রাখলে বাড়ির সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।