নতুন ছবির ঘোষণা করলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাড়ির সাধারণ গৃহবধূ থেকে পুলিশ অফিসার সব চরিত্রই খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার একজন সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সেই ছবির নাম ‘আকরিক’।
বাস্তবে বহু মেয়েই সিঙ্গল মাদারের জীবন যাপন করেন। তবে তাঁদের সেই লড়াইটা খুব একটা সহজ হয় না। বিভিন্ন সমালোচনা ও সমাজের নানা রক্তচক্ষুর মুখোমুখি হতে হয় তাঁদের। আর সেই সব ঝড় ঝাপটা সামলে নিজের সন্তানকে তাঁরা বড় করে তোলেন। ঠিক এমনই একটি সিঙ্গল মায়ের গল্প নিয়ে আসছেন ঋতুপর্ণা। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। এক ৭৫-এর বৃদ্ধ এবং বছর ১০-এর ছেলের বন্ধুত্বের গল্প বলবে এই ছবিটি।
চূড়ান্ত আধুনিকতার যুগে সময় যত এগিয়েছে, যুগের তালে তালে মানুষের জীবনধারারও অনেক পরিবর্তন হয়েছে। ঐতিহ্যগত যৌথ পরিবার কাঠামোর অধীনে বেড়ে উঠেছেন বছর ৭৫-এর এক বৃদ্ধ ব্যক্তি। এ দিকে সিঙ্গেল মাদারের কাছে মানুষ বছর ১০-এর এক ছেলে। দু-জনে আলাদা পারিবারিক কাঠামো থেকে। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। এই ছবি দিয়েই বহুদিন পর রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
২০০১ সালে পরিচালক তথাগতর প্রথম ছবি ‘অন্তর্ঘাত’-এ অভিনয় করেছিলেন ভিক্টর। ফের তথাগতর ছবি দিয়েই বহুদিন পর টলিউডে কামব্যাক করছেন অভিনেতা। ‘আকরিক’-এ সুপ্রতিম রায়কে ভিক্টরের ছেলের ভূমিকায় দেখা যাবে। যিনি পেশায় একজন বিজ্ঞানী এবং বিদেশে থাকেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, অনুরাধা রায়, শিশুশিল্পী অঙ্কন মল্লিক, শিশুশিল্পী স্বপ্নদীপ অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু, জয়শ্রী অধিকারী, অভিষেক গাঙ্গুলি, অনিন্দ্য সরকার প্রমুখ। ছবি প্রযোজনায় অশোক পরিক এবং দীপক পরিক। এই ছবি থিয়েটার, ওটিটির পাশাপাশি বিভিন্ন ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে।