AOL Desk: দুর্গাপূজার (Durga Puja 2021) বাকি আর মাত্র কয়েকদিন। মহামারীর মধ্যেও বাঙালি অপেক্ষা করে রয়েছে তাদের সবচেয়ে বড় উৎসবের। দুর্গা পূজা নিয়ে রয়েছে নানা পৌরাণিক গল্প। স্বর্গ থেকে মহিষাসুরের উৎপাত বন্ধ করতে ও তাকে বধ করার জন্য দেবতারা সম্মিলিত হয়ে তৈরি করেছিলেন এক নারীমূর্তি। যিনি মহামায়া, দুর্গতিনাশিনী দুর্গা নামে পরিচিত বাঙালির কাছে।
মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, দেবতাদের সঙ্গে অসুরদের একবার ভীষণ যুদ্ধ লাগে। প্রায় ১০০ বছর ধরে সেই যুদ্ধ চলার পরে দেবতাদের পরাস্ত করে অসুরগন। স্বর্গ থেকে বেরিয়ে তখন দেবতারা যান ব্রহ্মলোকে। আর স্বর্গের সিংহাসনে এসে বসে মহিষাসুর। অবস্থা বেগতিক দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে ব্রহ্মা, বিষ্ণু ও শিবও। ব্রহ্মাই বিষ্ণু ও শিবকে এই ঘটনা শোনালেন। প্রথমে ব্যথিত হলেও পরে রুদ্রুমূর্তি ধারণ করেন শিব। আর বিষ্ণুর শরীর থেকে তেজরশ্মি বের হতে থাকে। একে একে সকল দেবতাদের শরীর থেকে তেজ বের হতে থাকে।
সেই তেজরাশি একত্রিত হয়ে তৈরি হতে লাগল এক দেবীমূর্তি। শিবের তেজ থেকে তৈরি হল নারীর বদন, বিষ্ণুর তেজ থেকে বাহু, যমের তেজে কেশরাশি, চন্দ্রের তেজ থেকে স্তনযুগল, ইন্দ্রের তেজ থেকে দেহের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, পৃথিবীর তেজে নিতম্ব, ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টবসুর তেজে হাতের আঙুল, কুবেরের তেজে নাক, এবং প্রজাপতিগণের তেজে দাঁত তৈরি হল সেই দেবীমূর্তির।
মহিষাসুরের সঙ্গে লড়বেন সেই দেবী। তাই তাঁকে অস্ত্রেও ভূষিত করা দরকার। একে দেবতারা অস্ত্রে ভরিয়ে দিলেন তাঁকে। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবনদেব দিলেন একটা ধনুক আর দুটি তুনীর, দেবরাজ দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন মালা আর কমণ্ডলু। অস্ত্রের সঙ্গে তাঁকে অলঙ্কারেও ভূষিত করা হল। ক্ষীরোদ সাগর দিলেন বস্ত্র ও অলঙ্কার, কণ্ঠের মুক্তাহার, হাতে বাজু ও বলয়, পায়ের নূপুর, আঙুলগুলিতে অঙ্গুরীয়। বিশ্বকর্মা দিলেন কুঠার ও অভেদ্য কবচ।
সম্পূর্ণ হল দেবী দুর্গার মূর্তি। রণসাজে সাজার সময়ে গিরিরাজ দেবীকে দিলেন সিংহ। দেবী হলেন সিংহবাহিনী। এভাবেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধের আগে রণসাজে সেজে উঠেছিলেন অসুরদলনী দেবী দুর্গা।