AOL Desk : কথায় আছে বাঙালীদের পকেট ঘেঁটে যদি দেখা যায় তাহলে দেখা যাবে ১০০ বছর আগেকার কোনও পুরানো নথিও পকেট থেকে বেরোতে পারে। পকেটের মধ্যে ফোন বা মানি ব্যাগ তো বটেই তার সাথে পুরানো অনেক কাগজপত্র রেখে দিই আমরা। কিন্তু জানেন কী ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পকেটের মধ্যে কোন কোন জিনিস রাখলে আপনি নিজেই নেগেটিভ এনার্জিকে ডেকে আনছেন?
১. পুরানো বিল বা বকেয়া কাগজ পকেটে রাখা উচিত নয়।
২. নারীদেহ বা এই জাতীয় কোনও ছবি পকেটে রাখা ঠিক নয়।
৩. কাটাকুটি করা কোনও কাগজ পকেটে রাখবেন না এগুলি অশুভ শক্তিকে আকৃষ্ট করে।
৪. পকেটে টাকা গুছিয়ে রাখুন, এলোমেলো করে রাখবেন না।
৫. কোনও ভাজা খাবার পকেটে রাখবেন না।
৬. ধারালো কোনও কিছুই পকেটে রাখবেন না।
৭. কোনও ওষুধ পকেটে রাখবেন না।
৮. মৃত ব্যাক্তির ছবি পকেটে রাখা ঠিক নয়।