Aol Desk: মানুষের জীবনে এমন অনেক কথা থাকে যা বাবা-মা তো দুরের কথা নিজের লাইফ পার্টনারকেও বলা যায় না। আমরা সকলেই কোনও না কোনও কারণে অনেক কথা অনেকের থেকে লুকিয়ে রাখি। কিন্তু আপনি জানেন কী আপনার স্ত্রী আপনার থেকে কী কী লুকিয়ে রাখে?
দেখেনিন মেয়েরা নিজেদের স্বামীদের যে কথাগুলি কখনই জানতে দিতে চায় নাঃ-
১. মেয়েরা সাধারণত নিজেদের প্রাক্তনের ব্যাপারে স্বামীকে কিছু বলতে চায় না, কারণ মেয়েরা ঝামেলা এড়াতে চান স্বামীর থেকে তাই যতটা পারেন প্রাক্তনের ব্যাপার এড়াতে চেষ্টা করেন।
২. মেয়েরা একটি পরিবার ছেড়ে আর একটি পরিবারে আসে, তাই তাদের নুতন পরিবারের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। তাই এই সময় পরিবারের মধ্যে নিজের সঙ্গে ঘটতে থাকা নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে চান না মেয়েরা।
৩. বিছানায় সুখী নাহলেও মেয়েরা কিছু বলতে পারেনা কাউকে, কারণ সমাজে অনেক সময়েই এই সমস্ত ক্ষেত্রে মেয়েকে হেনস্থার শিকার হতে হয় তাই।
৪. অন্য একটি বাড়িতে ছোট থেকে বেড়ে ওঠার কারণে অনেক শখ আহ্লাদই থেকে যায় মেয়েদের কিন্তু নতুন বাড়িতে গিয়ে অনেক শখের ব্যাপারেই কাউকে কিছু বলতে পারেন না।