AOL Desk : বেসরকারি অফিসে চাকরি করার জন্যই বাধ্য হয়ে প্যান্ট, শার্ট ও টাই পরে অনেককে অফিসে জেতে হয়। আর প্যান্ট কোমর থেকে যাতে নেমে না যায় তার জন্য বেল্ট আমরা সকলেই পরি। অনেক সময় আমরা বেল্ট প্রয়োজনের থেকে বেশি টাইট করে পরি। কিন্তু জানেন কী টাইট করে বেল্ট পরা সাস্থের জন্য ক্ষতিকর?
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে, এক দল কোরিয়ান গবেষক ১২ জনের উপর পরীক্ষা করে দেখেছেন। এবং শক্ত করে বেল্ট পরার জন্য শারীরিক ক্ষতির ব্যাপারে সচেতন করেছে।
তাদের দাবি অনুযায়ী, শক্ত করে বেল্ট পরলে শরীরের মাংসপেশী, পাকস্থলী ও শিরা ধমনীর উপর অত্যধিক চাপ পড়ে ফলে স্পাইন্যাল কর্ডের সমস্যা হতে পারে ও কমে যেতে পারে স্পার্ম কাউন্টও।