প্যারাসিটামল হল ওভার দ্য কাউন্টার ড্রাগ। অর্থাৎ ওষুধের দোকানে চাইলেই এই ওষুধ পাওয়া যায়। তাই মানুষও এই ওষুধ কিনে খান।
বিশেষজ্ঞদের কথায়, এই ওষুধ জ্বর থেকে শুরু করে মাথা ব্যথা, গায়ে-হাত-পায়ে ব্যথার মতো সমস্যায় দারুণ কাজ করে। দ্রুত কমে যায় এই ধরনের সমস্যা। তাই সাধারণ মানুষের মধ্যে এই ওষুধের ব্যবহার বেড়েছে। প্রায় প্রতিটি পরিবারেই মজুত রয়েছে এই ওষুধ। বেশিরভাগ মানুষই নানা সমস্যায় এই ওষুধ খেয়ে নেন।
প্রত্যেকটি ওষুধ খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনও ওষুধ খেতে হয় খালি পেটে তো কোনও ওষুধ খাবার খেয়ে। তেমনই কিছু ওষুধ খাওয়ার পর কিছু নিয়ম মানতে হয়। এমনই একটি নিয়ম হয় প্যারিসিটামল খাওয়ার পর মদ্যপান (Drinking Alcohol) করতে নেই।
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, প্যারাসিটামলের মধ্যে থাকে ইথানল। এই ইথানল প্যারাসিটামলের সঙ্গে মিশে বমি, বমিবমিভাব, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে। তাই এই অভ্যাস ছাড়তে হবে। অনেকে আবার হ্যাংগওভার কাটানোর জন্য প্যারাসিটামল খান। সেই অভ্যাসও ছাড়া দরকার। কারণ এই দুই উপাদান মিলে শরীরে টক্সিসিটি তৈরি করতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, দিনে ২ গ্রাম প্যারাসিটামল খাওয়া যায়। এই পরিমাণ প্যারাসিটামলের সঙ্গে মদ্যপানও করা যেতে পারে। তবে সেক্ষেত্রে খুব কম পরিমাণে পান করতে হবে এবং ওষুধ খাওয়ার পরপরই মদ্যপান করা যাবে না। তবে কেউ যদি ২ গ্রামের বেশি প্যারাসিটমল খান এবং সঙ্গে মদ্যপান করেন তবে সমস্যা দেখা দিতে পারে।