AOL Desk : অনেকেরই ঘর সাজানোর শখ থাকে, তাই আমরা কোনও জায়গায় ঘুরতে গেলে কোনও ছবি পছন্দ হলেই দেওয়ালে লাগানোর জন্য কিনে নিয়। কিন্তু জানেন কি বাস্তু মতে কোন ছবি দেওয়ালে লাগালে নিজের অজান্তেই নিজের বাড়িতে ডেকে আনছেন অশান্তি?
আসুন দেখে নেওয়া জাকঃ-
১. শিশুর কান্নার ছবিঃ- শিশুরা সৌভাগ্যের প্রতীক, তাই বাস্তুশাস্ত্রে বলা হয় শিশুর কান্নার ছবি দেওয়ালে লাগালে দুর্ভাগ্য আস্তে পারে।
২. হিংস্র জন্তুঃ- এই ছবি দেওয়ালে লাগালে পরিবারের সদস্যদের মধ্যে মনমালিন্য দেখা দিতে শুরু করে ফলে সংসারে আসে অশান্তি।
৩. বইতে থাকা জলধারাঃ- এই ছবি লাগালে কোনও দিনই সঞ্চয় করতে পারবেন না বলছে বাস্তুশাস্ত্র।
৪. যুদ্ধের ছবিঃ- এই ধরণের ছবি সংসারের শান্তি বিঘ্নিত করে, বাড়িতে ঝগড়ার সৃষ্টি করে।