AOL Desk : ভেবে দেখুনতো যদি আপনাকে খালি পায়ে কোথাও যেতে বলা হয় আপনি যাবেনতো? না আপনি জুতো ছাড়া অর্থাৎ খালি পায়ে কোথাও যেতে চাইবেন না এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটি জায়গায় কখনোই জুতো পরে যাননা সেটা হল মন্দির। কারন যে স্থানে দেবতা বসবাস করেন সেই জায়গায় জুতো পরে যাওয়া অনুচিত, কিন্তু আপনি কী জানেন মন্দির ছাড়াও এমন অনেক জায়গা আছে যেখানে জুতো পরে যাওয়া যায়না?
রান্নাঘর- প্রাচীন হিন্দু ধর্ম গ্রন্থে আগুন ও অন্নকে দেবতার সমতুল্য বলে ব্যাখ্যা করা হয়, এই দুটো জিনিসই যেহেতু রান্নাঘরে থাকে তাই জুতো পড়ে কখনোই রান্নাঘরে যাওয়া উচিত নয়।
সিন্দুকঃ- বাড়ির সবচেয়ে দামি জিনিস ও টাকা যেখানে রাখা হয় তাকেই সিন্দুক বলা হয় কমবেশি আমরা সকলেই জানি। কিন্তু সিন্দুক যেখানে রাখা হয় সেখানেও জুতো পরে ঢোকা উচিত নয় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী অর্থ যেখানে থাকে মা লক্ষ্মী সেখানেই থাকে বিশ্বাস করা হয়।
নদীঃ- নদীকেও মন্দিরের সমতুল্য মনে করা হয় তাই জুতো পরে নদীতেও নামা উচিত নয়।