AOL Desk : সকল মা-বাবার কাছে তার বাচ্ছাই দুনিয়ার সবচেয়ে সুন্দর। আর মেয়ে হলে তো কথাই নেই, সকল বাবারা নিজেদের মেয়েদের রাজকন্যার মতই বড় করেন। তারফলে নিজের অজান্তেই বাচ্ছাদেরকে এমন অনেক কথা আদর করার সময় বলে দেয় যা তাদের মনের মধ্যে প্রচুর প্রভাব ফেলে। সম্প্রীতি গবেষণা থেকে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
ছোটবেলা থেকেই যদি কোনও মেয়েকে তার রুপের প্রশংসা করা হয় তাহলে বড় হওয়ার পরেও তারা নিজেদের রুপ নিয়েই মজে থাকে বলছেন মনোবিদরা। তাই তারা পরামর্শ দিচ্ছেন ছোটবেলা থেকে আপনি আপনার বাচ্ছার লেখাপড়া, বুদ্ধিমত্তা, সাহস ও ব্যবহার নিয়ে যদি কথা বলেন তাহলে বড় হয়ে তারা নিজেদের সত্তা ও গুনের উপরেই জোড় দেবে।
সব বাচ্ছাই বড় হয়ে কিরকম হবে তার অনেকটাই নির্ভর করে তার ছোটবেলার অভ্যাসের উপর, তাই ছোট থেকে আপনার বাচ্ছাকে সেগুলোই শেখান যেগুলো বড় হয়ে নিজেদের জীবনে প্রতিষ্ঠা হতে সাহায্য করবে।