AOL Desk: লকডাউনে বাইরে বেরোতে পারছেন না অগত্যা থাকতে হচ্ছে বাড়িতেই। কিন্তু হয়ত সন্ধ্যের পর আপনি না পারছেন বাড়িতে থাকতে, না পারছেন বাইরে বেরোতে। কারণ অবশ্য একটাই, সেটি হল মশা। কিন্তু আপনি জানেন কী কিছু ঘরোয়া টিপস আছে যেগুলির ব্যবহারের ফলে সহজেই মশাকে আটকাতে পারবেন? দেখে নিন সেই ঘরোয়া টিপস গুলিঃ-
১. চা পাতাঃ- আমাদের সকলের বাড়িতেই চা হয়, চায়ের পর চাপাতা গুলি আমরা ফেলে দিই। আজ থেকে ফেলবেন না জমিয়ে রাখুন, শুকনো হলে ধুনোর বদলে চাপাতা ব্যবহার করুন। শুধু মশা নয় মাছিও পালাবে ঘর থেকে।
২. কর্পূরঃ- কিছুটা কর্পূর নিয়ে এক বাটি জলে ভিজিয়ে ঘরের এক কোণে রেখে দিন, মশা পালাবে।
৩. লেবু ও লবঙ্গঃ- লেবু কেটে লবঙ্গ লেবুর ভিতর গেঁথে দিন, এমন ভাবে গাঁথবেন যাতে লবঙ্গের মাথাটি বেড়িয়ে থাকে। ঘরের কোণায় রেখে দিন লেবুর টুকরোগুলো ফল পাবেন।
৪. নিমঃ- নিমের মশা তাড়ানোর একটি গুন আছে। নিমতেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে গায়ে মাখুন। মশা কামড়াবে না।