মুখের সব জায়গাই পরিষ্কার কিন্তু বাধ টানছে ঠোঁট? ঠোঁটের কালো স্পট দূর করবেন কী করে এই চিন্তা সকল মহিলাদেরই থাকে। কারণ সেলফি তুলতে গেলে পাউট করার সময় ঠোঁটের ছবিটি সর্ব প্রথম চোখে পড়ে। আসুন দেখে নেওয়া যাক ঠোঁটের কালো স্পট দূর করবেন কিভাবে।
১. রোদে অফিসে যাওয়ার আগে বা বাড়ির বাইরে বেরোনোর আগে এসপিএফ যুক্ত লিপবাম লাগান।
২. ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ দিয়ে ঠোঁটে রাব করুন।
৩. লেবুর রসের সঙ্গে ,অধু ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে ফল পাবেন।
৪. ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল লাগিয়ে নিন, পরদিন সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিন।