AOL Desk: কারোর সাথে কথা বলার সময় প্রথম যে জিনিসটা অপরজন দেখে সেটি হল আমাদের দাঁত। কিন্তু ভেবে দেখুনতো কারোর সাথে কথা বলার সময় বা হাসার সময় যদি আপনার দাঁতের কালো ছোপ অন্যের নজরে আসে তাহলে? তাহলে আপনার ব্যক্তিত্বে যে একটা কালো ছোপ পড়বেই সেটা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু আপনি কী জানেন যে কিছু ঘরোয়া উপায়ে আপনি দাঁতের কালো ছোপ দূর করতে পারেন? দেখে নিন কীভাবে কালো ছাপ দূর করবেন।
১. দিনে দুবার দাঁত ব্রাশ করুন ও ব্রাশ করার সময় ব্রাশকে উপর-নিচে মুভ করান।
২. রোজ একটি করে আপেল খান, এতে আপনার দাঁত ঝকঝকে থাকবে।
৩. চেষ্টা করুন সপ্তাহে অন্তত একদিন টমেটো দিয়ে ব্রাশ করতে।
৪. খুব কম সময়ের মধ্যে যদি উজ্জ্বল দাঁত পেতে চান তাহলে খাবার সোডা দিয়ে ব্রাশ করুন।
৫. চা, কফি বা মিষ্টি কিছু খাওয়ার পর মুখ ধুয়ে নিন।