Diwali 2021 : লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে দীপাবলির আগে বাড়ি থেকে সরান এই ৭ জিনিস | Bengali News on Bengali Movie, Health, Lifestyle, Remedies, Food & Sex

Diwali 2021 : লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে দীপাবলির আগে বাড়ি থেকে সরান এই ৭ জিনিস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

আর কিছু দিন পরই আলোর উৎসব দীপাবলি (Diwali 2021) আসতে চলেছে। গোটা ভারত উজ্জ্বল হয়ে উঠবে যেন। দূর হবে জগতের সব অন্ধকার। উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি কম-বেশি সকলেই নিতে শুরু করে দিয়েছেন।

শুরু সাফাই
আর তারই অংশ হল ঘরদোর পরিচ্ছন্ন করে তোলা। ময়লা দূর করে দেওয়া। যাতে বাড়ি হয়ে ওঠে তকতকে। অনেকে বাড়িঘর রং করার কাজেও হাত লাগিয়েছেন।

থাকতে হবে সতর্ক
এ কাজ তো শুরু করে দিয়েছেন। তবে আপনারা জানেন কী দীপাবলি (Diwali 2021)-র সময় ঘর থেকে কিছু জিনিস বের করে দেওয়া খুবই জরুরি? কিছু কিছু অশুভ জিনিস থাকলে মা লক্ষ্মী ক্ষুন্ন হন। আর সে কারণে ঘর থেকে সব সময় ধনসম্পত্তি কমতে থাকে।

এবার আমরা দেখে নেব সেই-সব জিনিসের তালিকা। যা বাড়িতে রাখা অশুভ বলে মনে হয়।

বন্ধ থাকা ঘড়ি- ঘরে বন্ধ থাকা ঘড়ি বাস্তু অনুসারে অশুভ বলে মনে করা হয়। ঘড়িকে সুখ আর প্রগতির প্রতীক বলে মানা হয়। আপনার ঘরে এমন জিনিস থাকলে তা বের করে দিন।

ভাঙা ফার্নিচার- ঘরে ভাঙা যে কোনও ফার্নিচারই বরে করে দিন। তাহলেই ভাল হয়। ঘরের ফার্নিচার সব সময় ঠিকঠাক হওয়া দরকার। না হলে খারাপ প্রভাব পড়তে পারে। বলছে বাস্তু।

ভাঙা বাসন- তেমনই একটি জিনিস হল ভাঙা বাসনপত্র। এগুলো থাকা অশুভ বলে মানা হয়। তাই না রাখাই ভাল।

ভাঙা মূর্তি- ঘরে কখনও দেবদেবীর ভাঙা মূর্তি রাখবেন না।

ভাঙা কাচ- বলা যেতে পারে তেমনই আরও একটি জিনিস হল ভাঙা কাচ। ঘরে এই জিনিসটি থাকলে তা অশুভ বলে মানা হয়। তা সে জানালার ভাঙা কাচ হোক বা বাল্ব। তাই বাড়ি সাফাইয়ের সময় সরিয়ে ফেলুন।

খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস- আপনার ঘরে যদি খারাপ হয়ে যাওয়া বিদ্যতের জিনিস থাকে যেমন ধরুন বাল্ব, টিউবলাইট বা পাওয়ার সুইচ, তা অবিলম্বে বাইরে করুন।

ছেঁড়া জুতো-চপ্পল- যদি আপনি দেখতে পান আপনার বাড়িতে রয়েছে ছেঁড়া চটি বা জুতো, তা হলে মনে রাখতে হবে, সেগুলো বিদায় করার সময় এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Leave a Reply

Your email address will not be published.

Related Article

Recent Article

Jeera Water: সমাধান হবে হজমের একাধিক সমস্যার, সুস্থ থাকতে মেনে চলুন এই ঘরোয়া টোটকা

যে কোনও খাবারের স্বাদ বাড়াতে দিরের কোনও জুড়ি নেই। সামান্য তরকারি থেকে শুরু করে মাছের ঝোল- জিরের ব্যবহার সর্বত্র। রোজ জিরে জল খেলে ফ্যাট গলে,

Manasa Puja 2022: জেনে নিন বাংলার এই ঐতিহ্যবাহী পুজার দিন-ক্ষণ

সাপের কামড় থেকে রক্ষা পেতেই আপামর বাঙালীর ঘরে ঘরে মাটির সরায় দুধ-কলা দিয়ে দেবী মনসাকে পুজা করা হয়। সারা দিন উপবাস থেকে পুজা শেষে শাগু-দুধ-কলা

Astro Tips: বাস্তুতে শুভ, বনসাইয়ের বাড়িতে থাকার উপকারিতা জানুন

আজকাল অনেকেই তাদের বাড়িতে বা ফ্ল্যাটে একচিলতে বারান্দায় গাছ লাগাতে পছন্দ করেন। এর মধ্যে বনসাই অন্যতম। গাছপালা খুব পছন্দ করে এমন অনেকেই আছেন। এগুলো ঘরে

Hibiscus: স্ট্রোক-কোলেস্টেরল-ক্যানসার তাড়াতেও এক চামচ করে খান জবা ফুলের গুঁড়ো!

আয়ুর্বেদে নানা রোগের প্রতিকারে জবা ফুলের গুঁড়ো ব্যবহারের কথা বলা হয়েছে। আসলে, জবা ফুলে রয়েছে বিবিধ খনিজ এবং ভিটামিন। এছাড়া বিবিধ ভেষজ উপাদানও বর্তমান। পর্যাপ্ত

Astro Tips: একটি মাত্র লেবু করে দিতে পারে ধনবান, জেনে নিন জ্যোতিষ কী বলছে

যে কোনও দিন, যে কোনও সময়ে করুন লেবুর এই উপায়। এতে দূর হতে পারে অর্থকষ্ট। জ্যোতিষশাস্ত্রে এরকম অনেক ছোট ছোট উপায় রয়েছে, যা প্রয়োগ করে আমরা

Health News: নকল ‘ORS’-এ বাড়ছে বিপদ, প্যাকেট কেনার আগে ভাবুন

ORS নয়, মামুলি এনার্জি ড্রিঙ্ক! ‘রেডি টু ইট’, টেট্রা প্যাকেটের অধিকাংশ ORS-কে ওই তালিকাতেই ফেলছেন চিকিৎসকরা। কমা তো দূর, শরীরের জলশূন্যতা দ্বিগুণ করে দিতে পারে

error: Content is protected !!