কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো (Kali Puja)। এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি পড়েছে ৪ নভেম্বর। দীপাবলিতে লক্ষ্মী -গণেশের (Lakshmi – Ganesh) পুজোও করা হয়। জ্যোতিষীদের মতে, এই বছর সেই সময় চারটি গ্রহ থাকবে একই রাশিতে। ফলস্বরূপ কিছু মানুষের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। তাঁদের উপর লক্ষ্মী -গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন।
জ্যোতিষাচার্য অরবিন্দ মিশ্রের জানাচ্ছেন, কতটা শুভ মুহূর্ত আসতে চলেছে এই দীপাবলিতে। এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে কালী পুজোর দিন, সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহই থাকবে তুলাতে। শুক্র হল তুলা রাশির গ্রহ। তাই এদিন লক্ষ্মীদেবীর পুজো করলে তা শুভ ফল দেবে তুলা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্রে শুক্রের প্রভাবেই আরাম ও বিলাসবহুল জীবনযাত্রা মেলে।
অন্যদিকে সূর্যকে মনে করা হয় সমস্ত গ্রহের রাজা। মঙ্গল গ্রহের অধিনায়ক এবং বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। এর সঙ্গে, চন্দ্রকে মনের কারণ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, সূর্যকে পিতা এবং চন্দ্রকে মাতা হিসেবে বিবেচনা করা হয়।
দীপবলির দিনক্ষণ ও শুভ মুহূর্ত
* আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার এই বছরের দীপাবলি।
* ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত