AOL Desk: এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই একে অপরের থেকে আলাদা। এমনকি যমজ হলেও তাদের একে অপরকে কিছু না কিছু দিয়ে আলাদা করা যায়। সেখানে নারী ও পুরুষের মানসিক চিন্তাভাবনা যে আলাদা হবে তা বলার অপেক্ষা রাখেনা। ‘সাইকোলজি টুডে’ নামক মেডিকেল ওয়েবসাইট বলছে পুরুষ ও নারীর মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে। সেগুলি কি কি নিম্নে আলোচনা করা হল।
১. যে ধরণের কথা মানুষকে আবেগতাড়িত করে সেই ধরণের কথা পুরুষরা বেশি না ভাবলেও মহিলারা ভাবে বেশি করে।
২. বেশিরভাগ পুরুষের কাছে অঙ্ক প্রিয় হলেও মহিলাদের প্রিয় ভাষা।
৩. মেয়েরা সচরাচর ঝগড়ার সময় মারামারি না করলেও বেশিরভাগ পুরুষই সেটা করে।
৪. মজার কিছু দেখলেও ছেলেরা হেসে ওঠে কিন্তু মেয়েরা হাসবেন বলে মনে করলে তবেই হাসেন।
৫. কোনও সিদ্ধান্ত নিতে গেলে পুরুষরা আবেগকে প্রাধান্য না দিলেও মেয়েরা দেয়।
৬. স্ট্রেস বাড়লে ছেলেদের যৌন চাহিদা বাড়ে, মেয়েদের এর ঠিক উল্টো হয়।
৭. গাড়ি ছেলেদের কাছে প্রিয় হলেও, মেয়েদের কাছে অতটা প্রিয় নয়।
৮. কোন মানুষটি কেমন এটা বিচার করার ক্ষমতা ছেলেদের থেকে মেয়েদের বেশি হয়।
৯. রুপ ছেদের আকৃষ্ট করলেও মেয়েদের করেনা।
১০. সমস্যা হলে মেয়েরা আলোচনা করে সিদ্ধান্ত নিলেও ছেলেরা শেয়ার করতে পছন্দ করে না।