AOL Desk: আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার মুল বাহন হল সাইকেল। এমনকি শিশুরা প্রথম সাইকেল চালানো শেখে যাতে এক যায়গা থেকে আর এক যায়গায় যেতে পারে খুব কম সময়ে। সাইকেলের সামনে প্রেমিকাকে বসিয়ে গ্রামের রাস্তা দিয়ে ঘোরার অভিজ্ঞতাও হয়ত হয়েছে অনেকের। কিন্তু জানেন কি অতিরিক্ত সাইকেল চালানো আপনার যৌন জীবনে অশান্তি নিয়ে আসতে পারে?
আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক হ্যারি ফিশ জানাচ্ছেন সাইকেলের সিটের আকৃতির জন্য এই সমস্যাটা হয়। সাইকেলের সিটের সাম্নের অংশ ছুঁচালো হয় ফলে সাইকেলে বসার সময় চাপ পরে পুরুষ দেহের সংবেদনশীল অংশে। তিনি আরও জানাচ্ছেন যে, সঙ্গমের সময় পেনিসকে সাহায্য করে যে ‘শিকড়’, সাইকেল চালানোর সময় সেই শিকড়েই চাপ পড়ে। ফলে কিছু কিছু সময় পুরুষাঙ্গে অসাড়তা দেখা যেতে পারে।
এর জন্যই অতিরিক্ত সাইকেল চালালে হারাতে পারেন ইরেকশনের ক্ষমতা, বা আসতে পারে যৌন মিলনে অক্ষমতা।