AOL Desk: দাম্পত্য কলহ প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি দেখা যায়, কিন্তু এই দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আমরা অনেকেই হয়ত জানিনা। আজ আমরা আপনাদের বল্ব কিভাবে আপনারা দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র মা দুর্গার বিশেষ মন্ত্র জপ করে।
দুর্গতি বা বিপদ থেকে রক্ষা করেন যিনি তার নামই দুর্গা, দেবতাদের বিপদ থেকে রক্ষা করতে দেবতাদের একত্রিত জ্যোতি থেকেই জন্ম নিয়েছিলেন মা দুর্গা। শ্রীশ্রীচণ্ডীর অর্গলা স্তোত্রে উল্লেখ রয়েছে- ‘ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্ত্যনুসারিনীম্!’ অর্থাৎ, মন যেমন চাইছে, ঠিক তেমন স্ত্রীর কামনা করা দেবীর কাছে, তাঁর কৃপায় এই ভাবেই যেন দাম্পত্য সুখের হয়!
তাই আসুন দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ার জন্য মা দুর্গার কল শ্লোক কিভাবে জপ করলে ফল পাবেন দেখে নেওয়া যাক-
নিয়মাবলিঃ
১. শরীরকে পবিত্র করার জন্য স্নান করা বাধ্যতামূলক।
২. পুজার স্থান গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন।
৩. একটি কাঠের চৌকি নিন ও একটি লাল কাপড়, খেয়াল রাখবেন লাল কাপড়টি চার ভাঁজ করে চৌকির উপর এমনভাবে পাতবেন যেন চার ভাঁজ করা লাল কাপড়টি পুরো চৌকিকে ঢেকে রাখে।
৪. চৌকির উপর মা দুর্গার মূর্তি বা ছবি স্থাপন করুন
৫. চৌকির পাশে প্রদীপ জালিয়ে দেবেন
উপরিউক্ত কাজগুলি হয়ে গেলে জপ করুন ‘ওং ঐম হ্রীং ক্লীং চামুণ্ডায়ে বিচে’ মন্ত্র।
দিনে ৫ বার করে টানা ২১ দিন জপ করতে হবে এই মন্ত্র, তাহলেই মুক্তি মিলবে দাম্পত্য কলহের মত সমস্যা থেকে।