AOL Desk : বর্তমান দিনে মানুষ কতটা সুস্থ থাকে সেটা যেমন তার জীবনযাত্রার উপর অনেকাংশে নির্ভরশীল তেমনই তার অফিসের বস কতটা ভালো তার উপরেও নির্ভরশীল। শুনতে অবাক লাগলেও সম্প্রীতি এক সমীক্ষা থেকে উঠে এসেছে এমনই তথ্য।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, এই সমীক্ষা থেকে দেখা গিয়েছে ৭৭ শতাংশ কর্মী স্ট্রেস ও ৬০ শতাংশ কর্মী হার্টের সমীক্ষায় ভোগে। এবং সমীক্ষায় অংশগ্রহণ কারি ৭৩ শতাংশ কর্মীর মধ্যেই ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।
সমীক্ষা থেকে আরও জানা গেছে যে, অফিসের বস পছন্দ না হওয়ায় সত্ত্বেও ৫০ শতাংশ কর্মী কোনও জায়গায় সুযোগ না পেয়ে একই অফিসে কাজ করে যাচ্ছে, ২৭ শতাংশ অন্য কোনও কাজ পেলেই পুরাতন অফিস ছেড়ে দেন ও ১১ শতাংশ বসের জন্য কিছু না পেয়েই কাজ ছেড়ে দেন।