AOL Desk : ছোট থেকেই আমরা জেনে আসছি বিড়ালে রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয়, কিন্তু কী কারন এর পিছনে রয়েছে তা প্রায় অনেকেই জানেন না। শুধু আমাদের দেশেই না ইউরোপেও বিড়ালকে অশুভ বলে ধরা হয়। বিভিন্ন লেখকদের উপন্যাস, রূপকথা, ভৌতিক গল্প ও উপকথায় কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসাবে দেখানোর প্রচলন রয়েছে প্রাচিন যুগ থেকে।
জানা যায় প্রাচীনকালে গরুর গাড়িতে করে মাল বওয়ার সময় রাস্তা দিয়ে বিড়াল হেঁটে গেলে গরু গুলির মধ্যে এক প্রকার অস্থিরতা লক্ষ্য করা যেত, তখন চালকেরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার গন্তব্যের দিকে রওনা দিতেন। পরে এই রেওয়াজই কুসংস্কারে পরিণত হয়।
তবে বিজ্ঞানমনস্ক দের বক্তব্য, কুসংস্কার নয়। বিড়ালের রাস্তা কাটা এবং গাড়ি থামিয়ে দেওয়ার মধ্যে যুক্তি রয়েছে। তাঁরা বলছেন, রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার অথবা হেঁটে যাওয়ার সময় কোনও বিড়াল রাস্তা পার হলে, তখন গাড়ি বা মানুষ দাঁড়িয়ে পড়ে। তার প্রকৃত কারণ হিসেবে ধরা হয় যে, সাধারণত বিড়াল জাতীয় প্রাণীরা তখনই রাস্তা পারাপার করে যখন পিছন থেকে অন্য বড় আকৃতির পশুরা তাড়া করে। সেক্ষেত্রে বিড়ালকে দেখার পর একটু দাঁড়িয়ে গেলেই ভালো হয়। এতে বিপদের সম্ভাবনাও কমে যায়।