বাঙালি আজকাল যতই বিরিয়ানির দিকে ঝুঁকুক না কেন একবেলা ভাত না খেলে বাঙালির চলে না কারণ কথায় আছে ভাতে-মাছে বাঙালি। আর এই ভাতের থেকে ফ্যান বা মাড় যে পাওয়া যাবে তা বলার অপেক্ষা রাখেনা। গ্রামের দিকে ভাতের মাড় জামা-কাপড় কাচার জন্য ব্যবহৃত হলেও বেশীর ভাগ বাড়িতেই ফেলে দেওয়া হয় এই মাড়।
কিন্তু একটি হেলথ ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে, রূপচর্চার জন্যও বিশেষ উপকারি ভাতের মাড়। সেগুলি কি কি আসুন দেখে নিই।
১. মুখের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে।
২. ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বককে নরম করতে সাহায্য করে ভাতের ফ্যান।
৩. কন্ডিশনারের বদলে ভাতের মাড় ব্যবহার করলে উপকার পাবেন।
৪. ব্রণ দূর করতে ভাতের মাড়ের বিকল্প পাওয়া ভার।