আর দু-দিন পরেই পালিত হবে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো (Basant Panchami 2022)। আগামী শনিবার ৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্লা পঞ্চমীতে পালিত হবে সরস্বতী পুজো (Saraswati Puja 2022)।
সরস্বতী পুজোর সঙ্গে একটি বিশেষ প্রথা বাঙালি সমাজে জড়িয়ে আছে। তা হল হাতেখড়ি। অর্থাত্ এদিনই শিশুর প্রথম অক্ষর পরিচয় করানো হয়। মা, বাবা কিংবা পুরোহিতমশাই শিশুর হাত ধরে শ্লেটের উপর ক, খ লেখা শেখান তাকে। এভাবেই বাগদেবীর আরাধনা করে, তাঁকে সাক্ষী রেখে শিক্ষার জগতে প্রথম প্রবেশ ঘটে একটি শিশুর।
সন্তানদের বিদ্যার সুচনা হওয়ার আগেই দেবী সরস্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে হাতেখড়ি দেওয়া হয়। পুরোহিত মহাশয় শ্লেট ও খড়িকে পবিত্র করেন, এরপর নতুন জামা কাপড় পরিহিত জাতক/জাতিকাকে মায়ের সামনে বসিয়ে প্রথম লেখা শেখানো হয়। শুক্লা পঞ্চমী খুব শুভ দিন, শুভ দিনের একটা গুরুত্ব আছে সাফল্যের জন্য।
দেবী সরস্বতীর পুজো করে তাঁকে সাক্ষী রেখে হাতেখড়ি দিলে সেই শিশুর প্রভূত বিদ্যালাভ হয়, এটাই আমাদের প্রচলিত বিশ্বাস।তবে হাতেখড়ি দেওয়ার আগে জেনে নিন, যে শিশুটির হাতেখড়ি হবে, তার রাশিচক্র অনুযায়ী নির্দিষ্ট দিনটি তার জন্য শুভ কি না। যে সময়ে হাতেখড়ি দেওয়া হবে, সেই সময়ে শুভ ক্ষণ আছে কিনা, তাও জেনে নেওয়া প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুরমশাই পুজোর পরে শিশুর হাতেখড়ি দিয়ে থাকেন। তবে জগতে প্রত্যেকেরই শ্রেষ্ঠ গুরু মা, তাই মায়ের হাত ধরে হাতেখড়ি নেওয়াই সবচেয়ে বাঞ্ছনীয়। মা না থাকলে বা অসুস্থ হলে বাবা এই কাজটি করাতে পারেন।