যৌন চাহিদা যে প্রতিটি সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে থাকবে তা অস্বীকার করা যায় না।(Relationship Tips) শারীরিক মিলনই সম্পর্কতে একটা আলাদা মাত্রা এনে দেয়। মুখে বলতে না পারলেও, শারীরিক সম্পর্ক নিয়ে প্রতিটি মানুষের মধ্যে আলাদা আলাদা ধারণা। প্রত্যেকের শারীরিক চাহিদার (Physical Needs) মধ্যেও রয়েছে ফারাক। আজ জেনে নিন মেয়েদের মনে এই নিয়ে কেমন ধারণা আছে।
গবেষণা বলছে, শারীরিক মিলনের (Sex) সময় মেয়েরা নানা রকম বিষয় পর্যবেক্ষণ করে। এই সময় তার সঙ্গী তার সঙ্গে ঠিক কেমন আচরণ করছেন, তা গুরুত্ব পায় তাদের কাছে। সঙ্গীর প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বনের মধ্যে ভালোবাসা খোঁজার চেষ্টা করেন মেয়েরা। সঙ্গীর প্রতিটি পদক্ষেপের মানে বোঝার চেষ্টা করে থাকেন মেয়েরা।
শুধু মেয়েরা নন। এই কাজ ছেলেরাও সমান ভাবে করেন। আসলে সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হল শারীরিক মিলন। শুধু শারীরিক চাহিদা পরিতৃপ্তি নয়, এর মধ্যে প্রকাশ পায় একে অন্যের প্রতি ভালোবাসা। হয়তো সে কারণে এই সময় একে অন্যেকে আচরণকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত থাকেন। জেনে নিন মেয়েরা ঠিক কোন কোন বিষয় খেয়াল রাখে।
যৌন মিললেন সময় প্রতিটি মানুষের শারীরিক উত্তেজনা বেড়ে যায়। এই উত্তেজনা বাড়াতে সকলে ফোর প্লে করে থাকেন। আরও বেশি যৌ পরিতৃপ্তি পেতে এই পথে হাঁটেন সকলে। এই সময় মেয়েরা তাঁর পুরুষ সঙ্গীর শ্বাস নিঃশ্বাস পর্যবেক্ষণ করে। উত্তেজনার বসে নিঃশ্বাস বেড়ে যাওয়া স্বাভাবিক। সেই শব্দকেই পর্যবেক্ষণ করেন মেয়েরা।
যৌন মিলনের সময় জিহ্বার ভূমিকা বিস্তর। ফোর প্লে-র সময় অনেকেউ জিহ্বা ব্যবহার করে থাকেন। পুরুষ সঙ্গী তার কোথায় কোথায় জিহ্বা স্পর্শ করাল সেই দিকে খেয়াল রাখেন মেয়েরা। জিহ্বা দিয়ে কী করেন সঙ্গী সেই দিকে দেখেন। অনেকে জিহ্বার স্পর্শ পছন্দ করেন। সেক্ষেত্রে, সঙ্গীর আচরণ ভালো ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।