অনেক সময় জাতকের কোষ্ঠিতে কোনও গ্রহের দশা ঠিক না-থাকলে, দুর্ঘটনা যোগ তৈরি হয়। এই যোগের কারণে একাধিক সমস্যার সম্মুখীন হয় জাতক।
কোষ্ঠিতে বিভিন্ন শুভ, অশুভ যোগ দেখা যায়। এমনই একটি যোগ হলে দুর্ঘটনা যোগ। যার কারণে ব্যক্তি যে কোনও ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। কোন কোন গ্রহের কারণে দুর্ঘটনা যোগ সৃষ্টি হয় এবং এর উপায় কী জেনে নিন—
সূর্য দুর্ঘটনা যোগের কারণ
১. সূর্যের কারণেও এই যোগ সৃষ্টি হয়।
২. সূর্য মারক কক্ষের অধিপতি হলে বা কুপিত থাকলে ব্যক্তি দুর্ঘটনা গ্রস্ত হতে পারে।
৩. হাড়ের সঙ্গে সম্পর্কযুক্ত আঘাত লাগতে পারে।
উপায়
কোষ্ঠিতে সূর্যের অশুভ অবস্থান কাটানোর জন্য সকালে তাড়াতাড়ি উঠে স্নান করার পর সূর্যকে জলের অর্ঘ্য দিন।
দুর্ঘটনা যোগের কারণ চন্দ্র
১. কোষ্ঠিতে চন্দ্রের পরিস্থিতি ঠিক না-থাকায় দুর্ঘটনার অধিক সম্ভাবনা সৃষ্টি হয়।
২. দুর্ঘটনার ফলে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব পড়ে।
উপায়
শিবের আরাধনা করুন এবং গাড়ি চালানোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
মঙ্গলের কারণে দুর্ঘটনা যোগ
১. কোষ্ঠিতে মঙ্গলের পরিস্থিতি ভালো না-থাকলে জাতক কোনও বড় দুর্ঘটনার শিকার হতে পারে।
২. মঙ্গল দোষের কারণে দুর্ঘটনা ঘটলে মস্তিষ্কে আঘাত লাগতে পারে।
৩. ব্যক্তির জীবনে ঝড়ের ইঙ্গিত দিতে পারে দুর্বল মঙ্গল।
৪. গভীর কোনও দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে।
উপায়
মঙ্গলের প্রকোপ থেকে বাঁচার জন্য হনুমান চালিসা পাঠ করা উচিত।
বুধের প্রভাবে দুর্ঘটনা
১. কোষ্ঠিতে বুধের যুতি সঠিক না-হওয়ায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২. তীব্র গতিসম্পন্ন কোনও গাড়ি থেকে জাতক আঘাত পেতে পারেন।
উপায়
নিজের গাড়ি ধীরে চালান।