সংসারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে বা তা দীর্ঘকাল ধরে রাখতে কে না চায়। বেশিরভাগ বাড়িতেই এই দায়িত্ব পালন করেন সেই বাড়ির গৃহিণীরা। সংসারের ভালো মন্দ, পরিবারের সকলের পছন্দ অপছন্দ সব কিছু মাথায় রেখে সকল কে একসাথে নিয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবার গঠনের প্রাথমিক দায়িত্ব কিন্তু পালন করে বাড়ির গৃহ বধূরাই।
তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সব দায়িত্ব পালনের পরেও কাঙ্খিত সুখ শান্তির কোনোটাই আপনার পরিবারে আসছে না। অনেকেই এর কোনো সঠিক কারণ খুঁজে পান না। তাই যদি কখনো এই ধরণের কোনো সমস্যার সম্মুখীন হন ,তাহলে মেনে অবশ্যই চলুন এই কয়েকটি নিয়ম।
- বাড়ির মহিলাদের কখনও দরজার চৌকাঠে বসতে নেই বা কখনোই চৌকাঠের ওপর বসে খাবার খেতে নেই। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।
- যতই সমস্যা থাকুক না কেন বা যতই তাড়া থাকুক না কেন কখনোই ঘরের দরজা লাথি মেরে বা পা দিয়ে খুলতে নেই। মনে করা হয় এ রকম কার্য করলে মা লক্ষ্মী আপনার সংসার ত্যাগ করে।
- প্রতি রাতে নিয়ম করে রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে তবেই ঘুমোতে যাওয়া উচিত।
- বাড়িতে যদি উঠোন থাকে সে ক্ষেত্রে প্রতি সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন কখনও অপরিষ্কার রাখতে নেই। বাড়ির উঠোন না থাকলেও প্রতি সকালে উঠে বাড়ির মেন দরজা, বা তার চৌকাঠ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন।
- বাড়ির মহিলাদের কখনোই খেতে বসে পা দোলাতে নেই। মনে করা হয় এ রকম করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না।