AOL Desk : মদ্যপান যে শরীরের পক্ষে ক্ষতিকর একথা আমরা সবাই জানি। অতিরিক্ত মদ্যপান শরীরে ডেকে আনতে পারে নানাবিধ রোগ। কিন্তু ইংল্যান্ডের ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ধারণা বদলে দিয়েছেন। তাদের বক্তব্য মদ্যপানের যেমন ভালো দিক আছে তেমনই আছে এর খারাপ দিক।
গবেষকরা জানাচ্ছেন মদ্যপান করলে দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। তারা গবেষণা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াকে মদ্যপানের আগে ও মদ্যপানের পরে কিছু ছবি পাঠাতে বলেন। সেই ছবিগুলি বিশ্লেষণ করে তারা দেখেছেন মদ্যপানের আগে দেহের সৌন্দর্য যা ছিল মদ্যপানের পর তা বেড়েছে আশ্চর্যজনক ভাবে।
যদিও এই সৌন্দর্য একগ্লাস মদ্যপান করা পর্যন্তই বেড়েছে। দেখা গেছে যত বেশি পরিমাণ মদ্যপান করেছে একগ্লাসের পর ততই কমেছে সৌন্দর্য। গবেষকরা জানাচ্ছেন একগ্লাস মদ্যপান করার পর চোখের মণি ও গালে পরিবর্তন দেখা যায় কারণ সেই ব্যাক্তি তখন ঝরঝরে বোধ করেন।