ভালোবাসার সম্পর্ক প্রথমদিকে থাকে নদীর জোয়ারের মতো। তবে সেই নদীতেই কিছুদিন যাওয়ার পর আসে ভাটা। বিশেষত, যখন সম্পর্কের বয়স বাড়তে থাকে, তখনই এই সমস্যা বেশি করে দেখা দেয়। আসলে মানুষের প্রবৃ্ত্তিই এর জন্য দায়ী। কোনও জিনিস নিয়মিত আমাদের সঙ্গে থাকলে কিছুদিন পরই তার থেকে আমরা পথ হারাই। এবার ভালোবাসার সম্পর্কে বা বিবাহিত সম্পর্কে থাকার পর নিজেদের মধ্যে প্রেমের কমতি হলে খুব মুশকিল। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি অবশ্যই এড়িয়ে যেতে হবে। তবেই ভালো থাকতে পারবেন।টানাপড়েনের মাঝে কী ভাবে বজায় থাকবে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা? রইল তারই কিছু কৌশল—
১) সিনেমা দেখা: সম্পর্ক মধুর করতে একে অপরের জন্য সময় বার করে নিতেই হবে। সারা দিন কাজের মাঝে সময় বার করা কঠিন। তাই কাজ থেকে ফিরে একে অপরের জন্য সময় বার করে নিতে পারেন। বাড়ির বাইরে যেতেই হবে এমনটা নয়। বাড়িতেও পছন্দের কোনও সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতে দেখতেও ঘনিষ্ঠ হওয়া যায়।
২) কোনও প্রশিক্ষণ নেওয়া: একসঙ্গে জিমে ভর্তি হয়ে যেতে পারেন। শরীরচর্চাও হবে আর সঙ্গীর সঙ্গে বেশ খানিকটা সময় একসঙ্গেও কাটাতে পরবেন। শুধু জিম নয়, রান্না শেখার কোনও ক্লাস, সাইক্নিং ক্লাব, যোগ ক্লাসেও চাইলে ভর্তি হতে পারেন। মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। সম্পর্কের একঘেয়েমি কাটবে।
৩) বেড়াতে যাওয়া: বেড়াতে গেলে মন ভাল থাকে। বড় বড় ট্রিপ পরিকল্পনা করতে হবে, এমনটা নয়। সময় পেলেই কাছেপিঠেও ঘুরে আসতে পারেন। তা ছাড়া, কোনও একদিন একটি ‘লং ড্রাইভ ডেট’ পরিকল্পনা করেও সঙ্গীকে চমকে দিতে পারেন। মাঝেমধ্যে এই ছোটখাটো এই চমকগুলিও সম্পর্কের ভীত মজবুত করতে পারে।