সামনেই কি বিয়ে? অথবা চেনা পরিচিত কারোর? নতুন জীবন শুরুর আগে ছোট্ট কয়েকটা বাস্তু টিপস জেনে নিন। এগুলি মেনে চললে অশুভ কোনও শক্তি আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।
১) চেষ্টা করুন নতুন সংসারে যাওয়ার সময় কোনও পুরনো জামাকাপড় সঙ্গে না নিয়ে যেতে। বিয়ের কয়েক মাস কেটে গেলে তারপর এইসব জামাকাপড় আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু প্রথমবার যখন যাচ্ছেন, তখন সব নতুন জামাকাপড় নিয়ে যান।
২) আচার-জাতীয় খাবার– অনেকে আচার খেতে খুবই ভালবাসেন। কোনও বয়ঃজ্যেষ্ঠ্য দিদিমা বা ঠাকুমার হাতে বানানো আচার খেতে খুব ভালবাসেন। কিন্তু বিয়ের সময়ে উপহার-স্বরূপ আচার-জাতীয় খাবার না নিয়ে যাওয়াই উচিত।
৩) ছুরি-কাঁটা চামচ- বিয়ের পর সংসারের কাজে লাগবে এমন ভেবে যদি কেউ ধারালো জিনিস দেন, তাও খুব অশুভ বলে মনে করা হয়।
৪) সূঁচ-সুতো- মনে করা হয় তত্ত্বে সূচ-সুতো না দেওয়াই ভাল। কারণ বাস্তু মতে, সূঁচ-সুতো অশুভ শক্তি বয়ে আনে বলেও মনে করা হয়। তাই শুভ কাজে অশুভ ইঙ্গিতবাহী কোনও জিনিস না দেওয়াই ভাল।
৫)প্রয়োজনে লাগতে পারে, এই ভেবে কাঁচি সঙ্গে রাখবেন না। নতুন বাড়িতে কোনও কারণ কাঁচির প্রয়োজন হলে তা কারোর থেকে চেয়ে নিন। কিন্তু অশুভ শক্তি এড়াতে চাইলে কাঁচি নিজের কাছে রাখবেন না।
কোনও পুরনো গয়না ভেঙে গেলেও তা আপনার খুব প্রিয়? নতুন সংসারে যাওয়ার সময়ও তা কাছছাড়া করতে মন চাইছে না। সাবধান ভাঙা গয়না কিন্তু আপনার জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। তাই এগুলো সঙ্গে না রাখাই ভালো।