AOL Desk: মানুষ নিজের ব্যক্তিগত জীবন গোপনীয়তার মধ্যে রাখতে চায়, এবং খুব ঘনিষ্ঠ নাহলে কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনাও করে না। ফলে সঙ্গমের মুহূর্তে কোন মানুষের কেমন অনুভুতি হয় সেটাও গোপন থেকে যায়। কিন্তু আপাত ভাবে আমরা সকলেই জানি, যেহেতু সকল মানুষের চাহিদা আলাদা আলাদা তাই সঙ্গমের সময়ও ভিন্ন ভিন্ন মানুষের উত্তেজনা ভিন্ন জিনিসের দ্বারা হয়।
সম্প্রিতি রিসার্চ নাও-এর সিঙ্গল ইন আমেরিকা সমীক্ষা থেকে মানুষের যৌন রুচি ও কোন কোন কথা যৌনতার সময় মানুষকে উত্তেজিত করে, তার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। আমেরিকায় করা এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, আমেরিকায় ৮৩ শতাংশ মানুষই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগেই কোনও না কোনও সময় যৌন সম্পর্কে আবদ্ধ হয়েছে।
সমীক্ষা থেকে আর জানা যাচ্ছে যে, যৌনতার সময় কোনও নারী যদি তার সঙ্গীকে ‘সুন্দর’, ‘সুপুরুষ’ বলে বা পুরুষাঙ্গের প্রশংশা করে তাহলে পুরুষদের উত্তেজনা চরমতার শিখরে পৌছায়।