AOL Desk : বড়ই অদ্ভুত এই মানব জাতি, মানব শরিরে কোন জিনিসটা কিভাবে কাজ করবে সেটা যেমন রহস্য তেমনই একটা মানুষ কখন কী করবে সেটাও একটা রহস্য। তেমনই রহস্যের ব্যাপার হল যৌনতা। সেক্সের আগে চুমু দিয়েই আমরা সঙ্গমের প্রথম ধাপ শুরু করি। কিন্তু আপনি জানেন কী চুম্বন আপনাকে যতটা যৌন অনুভুতি দেয় ততটা যৌন অনুভুতি চকোলেটও দিতে পারে?
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সাসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ডেভিড লুইস গবেষণা থেকে জানাচ্ছেন চকোলেট ৪ টি উপায়ে মানব শরীরে জাদুক্রিয়া করে।
১. চকোলেটে এমন কিছু পদার্থ থাকে জেগুলি মস্তিষ্কে ডোপামাইন-এর ক্ষরণ বাড়িয়ে দেয়, এই ডোপামাইন মানুষের আবেগ বাড়াতে সাহায্য করে।
২. চকোলেটে থাকা ক্যাফিন এবং থিওব্রোমাইন রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়াতে সাহায্য করে।
৩. চকোলেট ধীরে ধীরে খেলে এর গন্ধ মানুষকে উদ্দীপিত করে।
৪. চকোলেটের বাইরে অংশ খুবই নরম হয়, এই নরম স্পর্শ যৌন অনুভুতি দেয়।