ঠিক সময়ে নিজেদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত ধরে নিতে পারলেই বিচ্ছেদ আটকানো যায়। এমনকী জল বহুদূর গড়ায় না। তবে তা আর হচ্ছে কই! তাই তো ডিভোর্সের ঘটনা বারবার সামনে আসছে। গত কয়েক দশকে বিবাহবিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে দাম্পত্যে অংশগ্রহণকারী দুটি মানুষকেই সতর্কতা অবলম্বন করতে হবে। খুঁজে নিতে হবে সমস্যার উপসর্গ।
- সম্পর্কে কথা বলা সবার আগে জরুরি। একে অপরের সঙ্গে কথা বন্ধ হলে আগামীদিনে যে বিচ্ছেদ অপেক্ষা করে রয়েছে, তাতে কোনও সন্দেহ নেই।। তাই কথার মাধ্যমেই মান-অভিমান ভাঙতে পারে হবে।
- সম্পর্কে থাকলে পরস্পরকে সম্মান করা সবার আগে জরুরি। এই সম্মানের উপর ভর করেই সম্পর্ক সুস্থ থাকে। তবে বহু ক্ষেত্রে একটা সময়ের পর একে অপরকে সম্মান করার কথা ভুলে যান দম্পতিরা। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে সম্পর্কের উপর। তখন আর কিছুই করার থাকে না।
- দাম্পত্য জীবনে রোম্যান্স খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমেই তৈরি হয় বন্ডিং। তবে অনেক সময় দাম্পত্যে রোম্যান্সের ঘাটতি হয়। দূরে দূরে থাকতে শুরু করে দেন দম্পতিরা। এই পরিস্থিতির কিন্তু বদল হওয়া চাই। নইলে সাংসারিক জীবনে জটিলতা বৃ্দ্ধি পাবে।
- সম্পর্কে কথা কাটাকাটি হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। তবে তা যদি রোজকার রোজ হতে থাকে, তাহলেই মুশকিল। তখন বুঝতে হবে নিজেদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এমনকী আপনারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন।
- সম্পর্ক একবারে তলানিতে গেলে মানুষ অন্য পথ খুঁজতে থাকেন। তখন বিয়ের পরও অন্য নারী বা পুরুষের দিকে চোখ যায়। আপনার সঙ্গেও কি এমনটাই হচ্ছে? হলে খুব সাবধান। সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। তাই এই অভ্যাস তৈরি হওয়ার আগে স্বামী-স্ত্রীর সম্পর্ক গুছিয়ে নিন।