AOL Desk : প্রেম টিকিয়ে রাখার জন্য যেমন এক সঙ্গে সময় কাটানো, ধৈর্য, কথোপকথনের দরকার হয় তেমনই দরকার হয় বিশ্বাস। একে অপরের উপর যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক দু-দিনও টিকবে না। এর পাশাপাশি সম্পর্ক টিকিয়ে রাখতে আরও একটি জিনিস সাহায্য করে, সেটি হল আপনার রাশি।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে ১২ টি রাশির মধ্যে মাত্র ৪ টি রাশি লং টার্ম রিলেশনশিপ টিকিয়ে রাখতে পারে।
* তুলা- এই রাশির মানুষেরা সম্পর্ক টিকিয়ে রাখতে যথা সম্ভব চেষ্টা করে।
* বৃষ- এরা খুবই দীর্ঘ স্থায়ী হয় ও নির্ভরযোগ্য হয়।
* কর্কট—এরা নিজেদের সঙ্গীকে উদ্বুদ্ধ করতে পারে সহজেই। এবং নিজের মনের কথা বলতে পিছপাও হয়না।
* কন্যা— এরা খুব সহজেই নিজের পার্টনারের মন জয় করতে পারে ফলে একটি সম্পর্ক টিকিয়েও রাখতে পারে সহজে।