AOL Desk : আমরা প্রতিদিন অসংখ্য লোকের সঙ্গে রাস্তাঘাটে মিলিত হই। তাদের অনেকের সঙ্গেই ভালো ভাবে কথা বলি আবার অনেকের সঙ্গেই খারাপ ব্যবহার করে ফেলি। আবার কিছু মানুষের স্বভাব আছে মানুষের সঙ্গে খারা ব্যবহার করা। কিন্তু জানেন কী আপনার মৃত্যু কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে আপনার আচার আচরনের উপর?
গরুড় পুরাণে, মৃত্যুকে নিয়ে শ্রীকৃষ্ণের তিনটি কথা রয়েছে যা থেকে বোঝা যায় মানুষের কর্মফলই মানুষের মৃত্যুর উপর প্রভাব ফেলতে পারে। সেই বাণী গুলি কী কী দেখে নিনঃ-
১. যারা অকারণে অন্যকে মিথ্যে বলে বা অন্যের বিশ্বাস ভঙ্গ করে তাদের জীবন জ্ঞানহীন ভাবে শেষ হয়ে যায়।
২. যারা সারাজীবন সততা অবলম্বন করে তাদের শেষ সময় খুবই শান্তিপূর্ণ হয়।
৩. মানুষকে যারা কারণে অকারণে ছোট করে তাদের শেষ জীবন কষ্টদায়ক হয়।